Thursday, August 22, 2019

কবিতা:: থেমে গেলো তুলি

থেমে গেলো তুলি

শরীফুল্লাহ কায়সার সুমন


আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, 
আমার ছাত্রমৈত্রী, আমার যুবমৈত্রী 
সব যেখানে মিলিয়ে যেত সে আমাদের ঈষিকা আর্ট। 
সেই ঈষিকা'র প্রাণভোমরা আমাদের প্রিয় জলিল ভাই। 
প্রিয় জলিল ভাই আমাদের ছেড়ে চলে গেলেন।
আমরা শোকাহত।
লতা ভাবী, পাভেল
কাউকে সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই।
শুধু বলবো
আমাদের জলিল ভাই মানে
জনগণের শিল্পী জলিল ভাই
আমাদের জলিল ভাই মানে
বাকশাল ছাত্রলীগের জলিল ভাই
আমাদের জলিল ভাই মানে
সবার সমান চেয়ার
আমাদের জলিল ভাই মানে
সবাইকে এক কাপ করে চা
আমাদের জলিল ভাই মানে
সকল দুঃখেও হাসিমাখা মুখ
আমাদের জলিল ভাই মানে
দুঃখের মাঝেও সুখ
আমাদের জলিল ভাই মানে
সব মানুষের জলিল ভাই।

No comments:

Post a Comment